Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বুরুদিয়া ইউনিয়ন

 

পাকুন্দিয়া উপজেলার একটি স্বনামধন্য ইউনিয়ন। এটি কিশোরগঞ্জ জেলার সর্বদক্ষিণে আড়িয়াল খাঁ নদীর তীরে অবস্থিত। তাছাড়া এতে রয়েছে সিংগুয়া নদীসহ বিভিন্ন খাল ও বিল ।

 

ক) ইউনিয়নের নাম–  ৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদ

খ) আয়তন– ১৮.৭৫(বর্গকিঃমিঃ)

গ) লোক সংখ্যা– ২৬৯৬৩জন (প্রায়) (তথ্য সংগ্রহ: পরিসংখ্যান কার্যালয়, পাকুন্দিয়া)
পুরুষঃ ১২,২৬৯জন, নারীঃ ১৪,১৯৪জন

খানার সংখ্যা: ৬৩৫৬টি

ঘ) গ্রামের সংখ্যা– ১৬টি। (যথাক্রমে- আলমদী, কন্দরপদী, মোল্লাদী, কাহেরতারদিয়া, নগর হাজরাদী, কাগারচর, মিরদী, নরপতি, পুটিয়া, দিগাম্বরদী, বরুদিয়া, পাবদা, বেলদী, বেজুরদিয়া, সালুয়াদী)

ঙ) মৌজার সংখ্যা– ১৫টি।

চ) হাট/বাজার সংখ্যা-৬টি।

ছ) যোগাযোগ ব্যবস্থা: (১) পাকুন্দিয়া থেকে: সিএজি দিয়ে মঠখোলা আসতে হবে  ভাড়া বাবদ ব্যয় ৩০ টাকা তারপর মঠখোলা থেকে অটো/অটোরিক্সা দিয়ে ইউনিয়ন পরিষদে ভাড়া বাবদ ১০ টাকা খরচ হবে।

   (২) কিশোরগঞ্জ থেকে: নগুয়া মোড় হতে সিএনজি/অটো দিয়ে পাকুন্দিয়া আসতে হবে তারপর (১) এর অনুসরণ করতে হবে। অথবা বাস দিয়ে কটিয়াদী বাসস্ট্যান্ড আসতে হবে তারপর সিএনজি/অটো দিয়ে বটতলা আসতে হবে। বটতলা মোড়ে প্রাইমারী স্কুলের পাশেই পরিষদটির অবস্থান। 

জ) শিক্ষার হার– ৫৬.০৪%।(২০০১এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৬টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,

    মাদ্রাসা- ৪টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান–জনাব মোহাম্মদ নাজমুল হুদা রুবেল, মোবাইল: ০১৭২৬৪৯২৫৪৫

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই।

ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– ১টি(জিয়ার টেক)।

ঠ) ইউপি ভবন স্থাপনকাল– ১৬/১০/১৯৬৫ইং।

ড) নবগঠিত পরিষদের বিবরণ–

                                    ১) শপথ গ্রহণের তারিখ– 10-03-2022

                                    ২) প্রথম সভার তারিখ– 14-03-2022

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ– 10-03-2027

ঢ) গ্রামসমূহের  নাম–কন্দরপদী, আলমদী, মোল্লাদী, কাহেতাদিয়া, কাগারচর, মিরদী, নরপতি, পুটিয়া, দিগাম্বরদী, মান্দারকান্দি, বুরুদিয়া, পাবদা, বেজুরদিয়া, বেলদী, সালুয়াদী।

ণ) ইউনিয়ন পরিষদজনবল–

               ১) চেয়ারম্যান ১ জন।

              ২) ইউপি সচিব– ১ জন।

              ৩) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর– ১ জন।

              ৪) সংরক্ষিত মহিলা সদস্য– ৩ জন।

              ৫) ইউপি সদস্য– ৯ জন।

             ৬) ইউনিয়ন গ্রাম পুলিশ– ৯ জন।

ত) বিভিন্ন ভাতাভোগীঃ

             ১) বয়স্কভাতাভোগী 1641 জন।

             ২) বিধবা ভাতাভোগী 712 জন।

             ৩) প্রতিবন্ধী ভাতাভোগী 497 জন।

            ৪) ভিজিডি ভাতাভোগী 150 জন।