পাকুন্দিয়া উপজেলার একটি স্বনামধন্য ইউনিয়ন। এটি কিশোরগঞ্জ জেলার সর্বদক্ষিণে আড়িয়াল খাঁ নদীর তীরে অবস্থিত। তাছাড়া এতে রয়েছে সিংগুয়া নদীসহ বিভিন্ন খাল ও বিল ।
ক) ইউনিয়নের নাম– ৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদ
খ) আয়তন– ১৮.৭৫(বর্গকিঃমিঃ)
গ) লোক সংখ্যা– ২৬৯৬৩জন (প্রায়) (তথ্য সংগ্রহ: পরিসংখ্যান কার্যালয়, পাকুন্দিয়া)
পুরুষঃ ১২,২৬৯জন, নারীঃ ১৪,১৯৪জন
খানার সংখ্যা: ৬৩৫৬টি
ঘ) গ্রামের সংখ্যা– ১৬টি। (যথাক্রমে- আলমদী, কন্দরপদী, মোল্লাদী, কাহেরতারদিয়া, নগর হাজরাদী, কাগারচর, মিরদী, নরপতি, পুটিয়া, দিগাম্বরদী, বরুদিয়া, পাবদা, বেলদী, বেজুরদিয়া, সালুয়াদী)
ঙ) মৌজার সংখ্যা– ১৫টি।
চ) হাট/বাজার সংখ্যা-৬টি।
ছ) যোগাযোগ ব্যবস্থা: (১) পাকুন্দিয়া থেকে: সিএজি দিয়ে মঠখোলা আসতে হবে ভাড়া বাবদ ব্যয় ৩০ টাকা তারপর মঠখোলা থেকে অটো/অটোরিক্সা দিয়ে ইউনিয়ন পরিষদে ভাড়া বাবদ ১০ টাকা খরচ হবে।
(২) কিশোরগঞ্জ থেকে: নগুয়া মোড় হতে সিএনজি/অটো দিয়ে পাকুন্দিয়া আসতে হবে তারপর (১) এর অনুসরণ করতে হবে। অথবা বাস দিয়ে কটিয়াদী বাসস্ট্যান্ড আসতে হবে তারপর সিএনজি/অটো দিয়ে বটতলা আসতে হবে। বটতলা মোড়ে প্রাইমারী স্কুলের পাশেই পরিষদটির অবস্থান।
জ) শিক্ষার হার– ৫৬.০৪%।(২০০১এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৬টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,
মাদ্রাসা- ৪টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান–জনাব মোহাম্মদ নাজমুল হুদা রুবেল, মোবাইল: ০১৭২৬৪৯২৫৪৫
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই।
ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– ১টি(জিয়ার টেক)।
ঠ) ইউপি ভবন স্থাপনকাল– ১৬/১০/১৯৬৫ইং।
ড) নবগঠিত পরিষদের বিবরণ–
১) শপথ গ্রহণের তারিখ– 10-03-2022
২) প্রথম সভার তারিখ– 14-03-2022
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ– 10-03-2027
ঢ) গ্রামসমূহের নাম–কন্দরপদী, আলমদী, মোল্লাদী, কাহেতাদিয়া, কাগারচর, মিরদী, নরপতি, পুটিয়া, দিগাম্বরদী, মান্দারকান্দি, বুরুদিয়া, পাবদা, বেজুরদিয়া, বেলদী, সালুয়াদী।
ণ) ইউনিয়ন পরিষদজনবল–
১) চেয়ারম্যান ১ জন।
২) ইউপি সচিব– ১ জন।
৩) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর– ১ জন।
৪) সংরক্ষিত মহিলা সদস্য– ৩ জন।
৫) ইউপি সদস্য– ৯ জন।
৬) ইউনিয়ন গ্রাম পুলিশ– ৯ জন।
ত) বিভিন্ন ভাতাভোগীঃ
১) বয়স্কভাতাভোগী 1641 জন।
২) বিধবা ভাতাভোগী 712 জন।
৩) প্রতিবন্ধী ভাতাভোগী 497 জন।
৪) ভিজিডি ভাতাভোগী 150 জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস