Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদ তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।

শিরোনাম
বুরুদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বিস্তারিত

এটি বুরুদিয়া ইউনিয়নের আলমদী গ্রামে অবস্থিত। বুরুদিয়া ইউনিয়নের মানুষের স্বাস্থ্য ও পরিবার কল্যাণের কাজে সবসময় প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে।

ছবি
label.column.field_office_cism
মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক তথ্য ও পরামর্শ প্রদান কর্মসূচী চলমান।
সিটিজেন চার্টার

উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত নারী-পুরম্নষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

* ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।

* হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং

আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।

* জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় যক্ষ্মা রোগীদের কফ পরীÿার জন্য কফ কালেকশন

করা হয় এবং যক্ষ্মা কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ কর হয়।

* শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমের আওতায় পতিষেধক টিকা দেয়া হয়

* উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিÿা দেয়া হয়

*উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সÿম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার

পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।

* প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়

* আগত রোগী ও তাঁদের আত্মীয়-স্বজনগণ স্বাস্থ্য সেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য

সংশ্লিট চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।

* উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টিগোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।

নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে

* সরবরাহ সাপেক্ষে ঔষধ সমূহ সেবাকেন্দ্র হতে বিনা মূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে

কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহীতাকে ক্রয় করতে হতে পারে।

* বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রাদনকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা

টানানো আছে।

* সেবা গ্রহীতার কর্তৃব্য-

সেবা প্রদানকারীগণ সেবা গ্রহীতার নিকট হতে সৌজন্য মূলক আচরণ প্রাপ্তির অধিকার রাখে

label.column.field_projects

২০১২ সালের ডিসেম্বর পযর্ন্ত সকলের জন্যস্বাস্থ্য সম্মত পায়খানা নিশ্চিত করতে হলে হতদরিদ্র প্রায় ১২০০নতুন পরিবার প্রধানদের বিনা মূল্যে এখনও রিংস্লাব  সরবরাহ করতে হবে। এব্যাপারে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

যোগাযোগ

গ্রাম: আলমদী, ডাকঘর: হোসেন্দী, উপজেলা: পাকুন্দিয়া, জেলা: কিশোরগঞ্জ

 

আলমদী সঃ প্রাথমিক বিদ্যালয়ের সাথের মসজিদের বিপরীত পাশে অবস্থিত।