Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদ তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।

শিরোনাম
বুরুদিয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে বিদেশ গমনেচ্ছুদের রেজিষ্ট্রেশন (২২-২৮ সেপ্টেম্বর ২০১৩ইং তারিখ পর্যন্ত)
বিস্তারিত

বিদেশ গমনেচ্ছু কর্মীদের জাতীয় ডাটাবেইজ তৈরির কাজ চলিতেছে। আপনার ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে এই রেজিষ্ট্রেশন আগামী ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত চলিবে।

বুরুদিয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে বিদেশ গমনেচ্ছুদের রেজিষ্ট্রেশন কার্যক্রম চলিতেছে।

যে কোন দেশের জন্য এই রেজিস্ট্রেশন প্রযোজ্য হবে। যে কোন দেশেরজন্য এইরেজিস্ট্রেশন প্রযোজ্য হবে। তবে প্রার্থী তার পছন্দের পেশায় সর্বাধিক ৭টি দেশে অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন।

যোগ্যতা:

বাংলাদেশী নাগরিক হতে হবে।

পুরুষ: বয়স ১৮-৪৫ বছর।

নারী: ১৮-৪৫বছর। (তবে গৃহকর্মী হিসাবে যারা রেজিষ্ট্রেশন তাদের বয়স ২৫-৪৫বছর হতে হবে।)

সাথে যে সকল তথ্য ও কাগজ নিয়ে আসতে হবেঃ

১) মেশিন রিডেবলপাসপোর্ট(এমআরপি), যদি না থাকে তবে

২)জাতীয়তাপরিচয়পত্র, তানাথাকলে

৩)জন্মনিবন্ধনসনদপত্র

৪)শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র(যদি থাকে) একসেট ফটোকপিসহ

৫)জন্মনিবন্ধন সনদপত্রে যে নাম-ঠিকানা ব্যবহৃত হয়েছে, পরবর্তিতে হুবহু সেইনাম-ঠিকানা ব্যবহার করেএমআরপি পাসপোর্টতৈরী করতে হবে।

৬)১জন নমিনির নাম-ঠিকানা ও মোবাইল নম্বর।

৭) ৩ জন কন্টাক্ট পার্সনের নাম , মোবাইল নম্বর ও সম্পর্ক।

৮) রক্তের গ্রুপ( যদি জানা থাকে)

৯) পছন্দের সাতটি দেশের নাম লিখে আনতে হবে।

১০) পছন্দের কাজের ট্রেডের নাম লিখে আনতে হবে।

 

সকলের সুবিধার জন্য নিচের লিঙ্কে ফরমটি দেওয়া হলঃ

ফরম পেতে এইখানে ক্লিক করুন

বিস্তারিত জানতে কল করুনঃ

রেজিষ্ট্রেশন বিষয়ক সাধারণ সহায়তার জন্য কলসেন্টার নম্বর-09612016345.(ঢাকা)

বুরুদিয়া ইউপি চেয়ারম্যান: মোঃ মোস্তুফা কামাল আকন্দ-০১৭২৮৭২৫৮১৮

বুরুদিয়া ইউআইএসসি: আশরাফুল মুন্না (সাদ্দাম)- ০১৭২৮৭২৫৮১৮