Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদ তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।

শিরোনাম
কম্পিউটারে প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি জুলাই-ডিসেম্বর/২০১৪
বিস্তারিত

বুরুদিয়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদপাকুন্দিয়া, কিশোরগঞ্জঅনুমোদন কোড: ৫৯০৮৫, EIIN: ১৩৬০৫৮ স্মারক নং-বুইতসেকে/২০১৪/২  ,                                                                                                          তারিখঃ১/৬/২০১৪খ্রিঃ সংক্ষিপ্ত পরিচিতিঃবুরুদিয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের অন্তর্ভূক্ত একটি প্রতিষ্ঠান। যার প্রতিষ্ঠাকাল ২০১০খ্রিঃ। এতে কম্পিউটার ও ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সরকারী-বেসরকারী সেবা কম খরচে দেওয়া হয়ে থাকে। প্রতিষ্ঠানটি ১১-১১-২০১০ইং তারিখ হতে কম্পিউটার প্রশিক্ষণ সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ২৪-০১-২০১২ইং তারিখ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদন পায়। যার বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড(বাকাশিবো) অনুমোদন কোড : ৫৯০৮৫, কারিগরি শিক্ষাবোর্ড স্মারক নং-(বাকাশিবো/ক/জাদবে/২০১২/৬৯)। ফলে প্রতিষ্ঠানটি জাতীয় একটি স্বীকৃতি পায়। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি থেকে প্রায় ২০০জন শিক্ষার্থী স্বল্প খরচে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে তাদের দক্ষতা উন্নয়ন করেছে এবং অনেকেই বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীরত অবস্থায় আছে। তাছাড়া এটি ০৫-০৯-২০১২ইং তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়, আগারগাঁও থেকে জাতীয় সম্মাননায় ভূষিত হয়েছে। সাম্প্রতিককালে প্রতিষ্ঠানটি ব্যানবেইস কোড প্রাপ্ত হয়েছে যার নং-১৩৬০৫৮। বিস্তারিত জানতে এই ওয়েব সাইটে http:/burudiaup.kishoreganj.gov.bd লগইন করুন।কম্পিউটার প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি বুরুদিয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে জুলাই-ডিসেম্বর/২০১৪ ও জুলাই-সেপ্টেম্বর/২০১৪ সেসনে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তিচ্ছুদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে। ট্রেডসমূহঃ ১. কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন  ২. গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া। কোর্সের মেয়াদঃ তিন ও ছয়মাস। যোগ্যতাঃ ৮ম শ্রেণী/জেএসসি/জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ বা তদুর্ধ যোগ্যতাসম্পন্ন। প্রয়োজনীয় কাগজপত্রাদীঃ ১. পূরণকৃত নির্ধারিত ফরম। ২. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র/মার্কশীটের ফটোকপি যাতে রোল ও পাশের সাল দেওয়া রয়েছে। ৩. সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের ছবি।কোর্স ফিঃজুলাই-ডিসেম্বর/২০১৪ (ছয় মাস মেয়াদী)ঃ ভর্তি ফি ১৫০০+অন্যান্য ১৫০০= সর্বমোট ৩০০০/=টাকা।জুলাই-সেপ্টেম্বর/২০১৪ (তিন মাস মেয়াদী)ঃ ভর্তি ফি ১০০০+অন্যান্য  ১০০০= সর্বমোট ২০০০/=টাকা।**তবে প্রাইভেট পরীক্ষার্থীদের ক্ষেত্রে কোর্স ফি শিথিলযোগ্য। সার্টিফিকেটের গ্রহণযোগ্যতাঃ এই কোর্সে পাসকৃত শিক্ষার্থী কারিগরি শিক্ষাবোর্ডের একটি সার্টিফিকেট পাবেন যা শিক্ষক নিবন্ধন পরীক্ষাসহ দেশী-বিদেশী যে কোন সরকারী বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য। ভর্তি ফরম সংক্রান্ত তথ্যাদিঃ ভর্তি ফরম বুরুদিয়া ইউআইএসসিতে পাওয়া যাবে এবং বুরুদিয়া ইউনিয়নের ওয়েবসাইটেও(http:/burudiaup.kishoreganj.gov.bd) ভর্তিফরম ও বিস্তারিত তথ্যাদি পাওয়া যাবে। তাছাড়া উল্লেখিত মোবাইল নম্বরে ফোন করতে পারেন-০১৭২৮৭২৫৮১৮,০১৯৩৮৫৬০৬২০,০১৭১৫৫০৫২৫৭।রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ ছয় মাস মেয়াদী-৩০শে মার্চ ২০১৪তিন মাস মেয়াদী কোর্স-২৫শে এপ্রিল ২০১৪ (আশরাফুল হক)উদ্যোক্তা/পরিচালকবুরুদিয়া ইউআইএসসি৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদঅনুলিপি সদয় জ্ঞাতার্থেঃ১. চেয়ারম্যান, ৫নং বুরুদিয়া ইউপি এবং সভাপতি, বুরুদিয়া ইউআইএসসি।-০১৭১২৮৫৪৬৯৮২. সচিব, ৫নং বুরুদিয়া ইউপি।আরো বিস্তারিত জানতে সংযুক্ত পিডিএফ ফাইল দেখুন।প্রয়োজনে উল্লেখিত মোবাইল নম্বরগুলোতে ফোন করতে পারেন। ভর্তি ফরম পেতে এখানে ক্লিক করুন।০১৭২৮৭২৫৮১৮, ০১৭১২৫৮৫৪৬৯৮, ০১৭৪৪৪৩৮২৬২, ০৭১৫৫০৫২৫৭, ০১৯২২৩৩২৩০৮, ০১৯৬৩৯৩৮৪০২, ০১৯২২৪৭১৭৯৬, ০১৯৩৬৫৬০৬২০

ডাউনলোড