Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদ তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।

শিরোনাম
কম্পিউটারে প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি জানুয়ারী-জুন/২০১৪
বিস্তারিত

 

 

 

বুরুদিয়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র

৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদ

পাকুন্দিয়া, কিশোরগঞ্জ

অনুমোদন কোড: ৫৯০৮৫, EIIN: ১৩৬০৫৮

 

স্মারক নং-বুইতসেকে/২০১৪/১  ,                                                                                                          তারিখঃ ২৩/১২/২০১৩খ্রিঃ

 

সংক্ষিপ্ত পরিচিতিঃ

বুরুদিয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের অন্তর্ভূক্ত একটি প্রতিষ্ঠান। যার প্রতিষ্ঠাকাল ২০১০খ্রিঃ। এতে কম্পিউটার ও ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সরকারী-বেসরকারী সেবা কম খরচে দেওয়া হয়ে থাকে। প্রতিষ্ঠানটি ১১-১১-২০১০ইং তারিখ হতে কম্পিউটার প্রশিক্ষণ সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ২৪-০১-২০১২ইং তারিখ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদন পায়।

 যার বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড(বাকাশিবো) অনুমোদন কোড : ৫৯০৮৫, কারিগরি শিক্ষাবোর্ড স্মারক নং-(বাকাশিবো/ক/জাদবে/২০১২/৬৯)। ফলে প্রতিষ্ঠানটি জাতীয় একটি স্বীকৃতি পায়। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি থেকে প্রায় ২০০জন শিক্ষার্থী স্বল্প খরচে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে তাদের দক্ষতা উন্নয়ন করেছে এবং অনেকেই বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীরত অবস্থায় আছে। তাছাড়া এটি ০৫-০৯-২০১২ইং তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়, আগারগাঁও থেকে জাতীয় সম্মাননায় ভূষিত হয়েছে। সাম্প্রতিককালে প্রতিষ্ঠানটি ব্যানবেইস কোড প্রাপ্ত হয়েছে যার নং-১৩৬০৫৮। বিস্তারিত জানতে এই ওয়েব সাইটে http:/burudiaup.kishoreganj.gov.bd লগইন করুন।

কম্পিউটার প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি

 

বুরুদিয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে জানুয়ারী-জুন/২০১৪ ও জানুয়ারী-মার্চ/২০১৪ সেসনে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তিচ্ছুদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

 

ট্রেডসমূহঃ ১. কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন  ২. গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া। কোর্সের মেয়াদঃ তিন ও ছয়মাস।

 

যোগ্যতাঃ ৮ম শ্রেণী/জেএসসি/জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ বা তদুর্ধ যোগ্যতাসম্পন্ন।

 

প্রয়োজনীয় কাগজপত্রাদীঃ ১. পূরণকৃত নির্ধারিত ফরম। ২. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র/মার্কশীটের ফটোকপি যাতে রোল ও পাশের সাল দেওয়া রয়েছে। ৩. সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের ছবি।

কোর্স ফিঃ

জানুয়ারী-জুন/২০১৪ (ছয় মাস মেয়াদী)ঃ ভর্তি ফি ১৫০০+অন্যান্য ১৫০০= সর্বমোট ৩০০০/=টাকা।

জানুয়ারী-মার্চ/২০১৪ (তিন মাস মেয়াদী)ঃ ভর্তি ফি ১০০০+অন্যান্য  ১০০০= সর্বমোট ২০০০/=টাকা।

**তবে প্রাইভেট পরীক্ষার্থীদের ক্ষেত্রে কোর্স ফি শিথিলযোগ্য।

 

সার্টিফিকেটের গ্রহণযোগ্যতাঃ এই কোর্সে পাসকৃত শিক্ষার্থী কারিগরি শিক্ষাবোর্ডের একটি সার্টিফিকেট পাবেন যা শিক্ষক নিবন্ধন পরীক্ষাসহ দেশী-বিদেশী যে কোন সরকারী বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য।

 

ভর্তি ফরম সংক্রান্ত তথ্যাদিঃ ভর্তি ফরম বুরুদিয়া ইউআইএসসিতে পাওয়া যাবে এবং বুরুদিয়া ইউনিয়নের ওয়েবসাইটেও(http:/burudiaup.kishoreganj.gov.bd) ভর্তিফরম ও বিস্তারিত তথ্যাদি পাওয়া যাবে। তাছাড়া উল্লেখিত মোবাইল নম্বরে ফোন করতে পারেন-০১৭২৮৭২৫৮১৮,০১৯৩৮৫৬০৬২০,০১৭১৫৫০৫২৫৭।

রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ ছয় মাস মেয়াদী-৩০শে মার্চ ২০১৪

তিন মাস মেয়াদী কোর্স-২৫শে এপ্রিল ২০১৪

 

(আশরাফুল হক)

উদ্যোক্তা/পরিচালক

বুরুদিয়া ইউআইএসসি

৫নং বুরুদিয়া ইউনিয়ন পরিষদ

অনুলিপি সদয় জ্ঞাতার্থেঃ

১. চেয়ারম্যান, ৫নং বুরুদিয়া ইউপি এবং সভাপতি, বুরুদিয়া ইউআইএসসি।-০১৭১২৮৫৪৬৯৮

২. সচিব, ৫নং বুরুদিয়া ইউপি।

আরো বিস্তারিত জানতে সংযুক্ত পিডিএফ ফাইল দেখুন।

প্রয়োজনে উল্লেখিত মোবাইল নম্বরগুলোতে ফোন করতে পারেন। ভর্তি ফরম পেতে এখানে ক্লিক করুন

০১৭২৮৭২৫৮১৮, ০১৭১২৫৮৫৪৬৯৮, ০১৭৪৪৪৩৮২৬২, ০৭১৫৫০৫২৫৭, ০১৯২২৩৩২৩০৮, ০১৯৬৩৯৩৮৪০২, ০১৯২২৪৭১৭৯৬, ০১৯৩৬৫৬০৬২০